কলাপাড়ায় মাছ চুরি করতে পুকুরে বিষ প্রয়োগ

কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: পুকুরে কীটনাশক প্রয়োগ করে মাছ চাষি রুহুল আমিনের গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির পাঁচ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে একদল দুর্বৃত্ত। পটুয়াখালীর কলাপাড়া বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত চাষি রুহুল আমিন জানান, তিনি রাতে পুকুরের পাশেই একটি ঘরে ছিলেন। হঠাৎ দেখেন কয়েকজন যুবক পুকুরে কিছু একটা ফেলে দ্রুত চলে যায়। তার ধারণা পুকুরে বিষ প্রয়োগ করে ভেসে ওঠা মরা মাছ ওই দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যেতেন। কিন্তু তিনি জেগে ওঠায় তা আর সম্ভব হয়নি। ভোরে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে তিনি জানান।