কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার শহরের সরকারী কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. নাসির উদ্দিন আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল খালেক।
এছাড়া সভায় আরও বক্তব্য দেন, বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ মন্ডল, কাউখালী উপজেলা আ.লীগ সভাপতি এ্যাডভোকেট এম নুরুল হক, সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, জাতীয় পার্টি (জেপি) সভাপতি মাষ্টার মাহবুবুর রহমান খান আ.লীগ, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক নেতা সুনীল কুন্ডু, শিক্ষক সমিতির পিরোজপুর জেলা সভাপতি সত্য নারায়ন সাহা, শিক্ষক সমিতির উপজেলা আহ্বয়াক কিরুণ চন্দ্র হালদার, শিক্ষক আনছার উদ্দিন, শেখর চন্দ্র মজুমদার খান ু প্রমুখ।
সম্মেলনে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদারকে সভাপতি, আইরণ জয়কুল মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মাসুদুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শিক্ষক সমিতির (কামরুজ্জামান) কাউখালী উপজেলা কমিটি গঠিত হয়।