কালীগঞ্জে নিখোঁজের ৪০ দিন পর গোয়াল ঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার, স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের আবাসিক এলাকার নিখোঁজ রফিউদ্দীনের লাশ ৪০ দিন পর বাড়ির গোয়াল ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের স্ত্রীসহ দুইজনকে আটক করেছে। মোবারকগঞ্জ সুগার মিলের ভিতরে রবিবার সকালে কালীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিখোঁজ সুগার মিলের কর্মচারী মাগুরা জেলার শ্রীপুর থানার বরই পাড়া গ্রামের তাহাজ্জেল ড্রাইভারের পুত্র রফিউদ্দীন রফির (৫৪) গলিত লাশ উদ্ধার করে।

নিহত রফিউদ্দীন মোবারকগঞ্জ সুগার মিলের গ্যারেজ মেকানিক। কালীগঞ্জ থানা পুলিশ জানায়, নিহতের স্ত্রীকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যাকা-ের কথা স্বীকার করে এবং নিজ বাড়ির গোয়াল ঘরের নিচে পুঁতে রাখার কথা বলে। এ সময় পুলিশ তার বাড়িতে গিয়ে গোয়াল ঘরের মেঝে ভেঙ্গে নিহতের গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লাশ উদ্ধারের সময় হাজার হাজার মানুষকে সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। এ ব্যপারে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে।