দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের পার্বতীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়ায় আরিফুল ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে গোবিন্দপুর বাইতুল আমান ফাজিল মাদরাসা মাঠে আরিফুল ও আকরামসহ একদল যুবক ক্রিকেট খেলছিল।
খেলার এক পর্যায়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় আকরাম ক্রিকেট ব্যাট দিয়ে আরিফুলের মাথায় সজোরে আঘাত করে। এতে আরিফুল গুরুতর জখম হয়। আকরামসহ খেলার অন্যান্য সাথীরা দ্রুত আরিফুলকে পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। নিহত আরিফুল পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর দোলাপাড়া গ্রামের নবাব আলীর পুত্র।
এই ঘটনায় পার্বতীপুর মডেল থানার পুলিশ রোববার দুপুরে আকরাম আলীকে (১৯) আটক করেছে। আকরাম গোবিন্দপুর দোলাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের পুত্র এবং গোবিন্দপুর বায়তুল আমান ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। রোববার দুপুরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে অভিভাবকের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।