শেরপুর থেকে এম. সুরুজ্জামান: শেরপুরের নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রোববার সকালে রিলিফের চাল বিতরণ করা হয়েছে।
কয়েকদিন আগে উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে ঘর-বাড়ি, গাছ-পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এলাকার সাংসদ ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই রিলিফের চাল বিতরণের উদ্যোগ নেয় পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ।
প্রথম দফায় ৪৭টি পরিবারের মাঝে ১০কেজি করে রিলিফের চাল বিতরণ করা হলেও এর পরিমান আরো বাড়বে বলে কর্তৃপক্ষ জানায়। এ সময় উপস্থিত ছিলেন পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভানেত্রী বন্দনা চাম্বুগং, ইউপি চেয়ারম্যান মো: আজাদ মিয়া, মোর্শেদ আলম, আব্দুল বাতেন, মজিবর রহমান প্রমুখ।