বিএনপি প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে জয়ী হতে পারতো- রংপুরে এরশাদ

রংপুর থেকে জয়নাল আবেদীন: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেমন হয়েছে তা গণমাধ্যম, দেশী-বিদেশী পর্যবেক্ষকরা ভালো বলতে পারবেন, তবে কারচুপিসহ যে সব ঘটনা ঘটেছে তা না হলে ভালো হতো। নির্বাচন চলাকালে মাঝ পথে বিএনপি কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালো সে সম্পর্কে তার অজ্ঞতার কথা জানিয়ে এরশাদ বলেন, তারা হয়তো আশংকা করেছিলো নির্বাচনে জয়ী হতে পারবেনা। কিন্তু তারা বর্জন করা সত্বেও তিন লাখের বেশি ভোট পেয়েছে। তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে তাদের প্রার্থীরা জয়ী হতে পারতো বলে তিনি মন্তব্য করেন।

RANGPUR EARSAD PHOTO 01

তিনি রোববার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীদের শোচনীয় পরাজয় সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তর এড়িয়ে এরশাদ বলেন, কি কারণে দলের প্রার্থীরা হারলো সেটা একাই বলা সম্ভব নয়। নেতাদের সাথে আলাপ করে পুরো বিষয় বলা হবে।

আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থাসহ বিভিন্ন দেশের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সমালোচনার জবাবে এরশাদ পুরো বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, তার মুখ থেকে এসব না বলাই ভালো। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে সরাসরি সড়ক পথে রংপুরে সার্কিট হাউজে এসে পৌঁছলে দলের নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানায়।

প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় এরশাদের ছোট ভাই সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা জাপার সভাপতি মোফাজ্জল মাষ্টার ,সাধারণ সম্পাদক হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর সাধারণ সম্পাদক ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।