শেরপুরে দেড় লাখ টাকার হেরোইনসহ নারী আটক

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে দেড় লাখ টাকা মূল্যের ১৫ গ্রাম হেরোইনসহ রিনা আক্তার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দুপুরে সদর উপজেলার ভীমগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে স্থানীয় পাকুড়িয়া চকপাড়া গ্রামের আসাদ উদ্দিনের স্ত্রী বলে পুলিশ জানায়। এ সময় মোটর সাইকেলে পালিয়েছে ওই মহিলার সহযোগী আনিসুর রহমান (৪০) নামে চাকুিরচ্যুত এক বিডিআর সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রে হেরোইন ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে রবিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার ভীমগঞ্জ বাজার এলাকায় ওৎ পেতে থাকে উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহীর নেতৃত্বাধীন একদল গোয়েন্দা পুলিশ। এসময় চাকুরিচ্যুত বিডিআর সদস্য আনিসুর রহমান মোটর সাইকেল চালিয়ে রিনা আক্তারকে নিয়ে ভীমগঞ্জ বাজার অতিক্রম করার সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে। পেছন থেকে গোয়েন্দা পুলিশ সদস্যরাও তাদের ধাওয়া করলে রিনা আক্তার মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে আহত হয়। এ সময় রিনা আক্তারকে গোয়েন্দা পুলিশ আটক করে তার নিকট থেকে ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার সহযোগী মোটর সাইকেল চালক আনিসুর রহমান পালিয়ে যেতে সক্ষম হয়।

শেরপুর গোয়েন্দা পুলিশের ওসি পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, রিনা আক্তার ও আনিসুর রহমান দু’জনেই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য দেড় লাখ টাকা।