ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শুভ্র ও সাধারণ সম্পাদক কনক এর বহিস্কারের প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

পরে পোস্ট অফিস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগর সভাপতি শাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ অন্যরা। বক্তারা বলেন, অবিলম্বে শুভ্র ও কনকের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। এই দাবি না মানা পর্যন্ত জেলা ছাত্রলীগ রাস্তায় থাকবে।