রংপুরে অসুস্থ, অসচ্ছল ৫শ মুক্তিযোদ্ধাকে ২য় দফায় অনুদানের চেক প্রদান

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের  দ্বিতীয় দফা আয় থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ড এবং মহানগরসহ ৮ উপজেলার বাছাইকৃত অসুস্থ অসচ্ছল ৫শ জন মুক্তিযোদ্ধাকে অনুদানের চেক প্রদান করা হয়।

AA
অসুস্থ অসচ্ছল ৫শ জন মুক্তিযোদ্ধাকে অনুদানের চেক প্রদান করা হয়

সোমবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ড মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে এসব চেক তুলে দেন জেলা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু। এ সময় ডেপুটি কমান্ডার গোলাম মোস্তাফা এবং মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

এদিকে অনুদান ছাড়াও হৃদরোগ ও ক্যান্সারে আক্রান্ত ২জন মুক্তিযোদ্ধাকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়।