রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরে ২৩ হাজার পিস ইয়াবা ও ৮৬ হাজার টাকা উদ্ধার করে ১ জনকে আটক করেছে র্যাব-১৩ এর একটি দল । রোববার রাতে রংপুরের ভূড়ারঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক কর্ণেল হায়াৎ সোমবার দুপুরে প্রেস ব্রিফিং-এ জানিয়েছেন রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর কোতয়ালী থানার ভূড়ারঘাট এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৭০ লাখ টাকা মূল্যের প্রায় ২৩ হাজার ৩শ’ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ৮৬ হাজার টাকাসহ আমিনুল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।
সে দীর্ঘদিন থেকে ভূড়ারঘাট এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক কেনা-বেচার সাথে জড়িত থাকার তথ্য রয়েছে র্যাবের কাছে। এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রংপুর থানায় একটি মামলা হয়েছে।