কাউখালীতে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৬ সদস্য অসুস্থ

কাউখালী (পিরোজপুর) থেকে মোঃ রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে রবিবার  রাতে খাবার খেয়ে বিষ ক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একই পরিবারের ৬ সদস্য।

এরা হলো শৈব্য সমদ্দার (৫০), মালা সমদ্দার (২০), দিপক সমদ্দার (২৬),পূণির্মা সমদ্দার(২২), দিলীপ সমদ্দার (৩০) ও বিপ্লব সমদ্দার (৩৫)।

উপজেলার গান্ডতা গ্রামের খানা বাড়ির এ পরিবারটি রবিবার রাতে ভাত খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় রাত দেড় টার দিকে পরিবারের এক সদস্য হঠাৎ বাড়ির পাশে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে চিকিৎসা দেবার সময় বাড়ির অন্য সদস্যরা অসুস্থ হয়ে পড়লে রাত দু’টার দিকে কাউখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে  নিয়ে আসে।

তার আত্বীয়রা জানায়, তাদের ধারণা বড়ির মালামাল চুরি করার জন্য ভাতের সাথে জ্ঞান হারানোর কেমিক্যাল মিশিয়ে দিতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছিদ্দিকুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়া হলে বমি ও পাতলা পায়খানা হতো কিন্ত এদের সেগুলি নেই।

তিনিও বিষ জাতীয় কোন কেমিকেল মেশানোর আশংকা করেছেন। তবে এখন তারা বিপদমুক্ত বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য এর ১৬ দিন আগে কাউখালীর জয়কুল গ্রামের এক বাড়িতে পরিবারের ৫ সদস্য রাতে খাবরের পর জ্ঞান হারিয়ে ফেললে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল।