রংপুর থেকে জয়নাল আবেদীন: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন অতীতে এরশাদ ও জাতীয় পার্টির উপরে যেভাবে বিএনপি নেত্রী খালেদা জিয়া অন্যায় অত্যাচার করেছিল ঠিক সেভাবেই এখন তার কৃতকর্মের পরিণাম ভোগ করছেন তিনি এবং তার দল।
সোমবার বিকেলে রংপুরের সেন্ট্রাল রোডে জাপা দলীয় কার্যালয়ে মহানগর জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান এরশাদ সংশয় প্রকাশ করে বলেছেন, আগামীতে দেশে জাপা এবং আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে । এ দু দল ছাড়া আর কোনো দল দেশে থাকবে না।
এরশাদ বলেন, আমরা নিজেদের বিরোধী দল কি করে বলি, আমাদের তিনজন মন্ত্রী সরকারে আছে, বিরোধীদল বলা যায় না।
তাদের দলে ফিরে আসতে হবে পদত্যাগ করে তাহলে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবো।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি শাহানারা বেগম, সাবেক সাংসদ হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার এবং মহানগর সদস্য সচিব এসএম ইয়াসির।