দেশে শান্তির দাবিতে মধুপুরে কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি

মধুপুরে (টাঙ্গাইল) থেকে আব্দুল¬াহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে দেশে শান্তির দাবিতে বঙ্গবীর কাদের সিদ্দিকী অবস্থান কর্মসূচি পালন করছে। সোমবার মধুপুর রাণী ভবানী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান কর্মসূচিতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ছাড়াও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, রফিকুল ইসলাম, ফরিদ আহম্মেদ, মধুপুর উপজেলা সম্পাদক শহিদুল ইসলামসহ অর্ধশত নেতাকর্মী অংশ গ্রহণ করেছেন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাদের সিদ্দিকী বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে দু’ই নেত্রীকে আলোচনায় বসাতে বাধ্য করা হবে। শান্তি আলোচনায় বসার আগ পর্যন্ত আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।