ধান কাটা নিয়ে সংঘর্ষে নেত্রকোনার কলমাকান্দায় নিহত ১

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামে একটি বিরোধপূর্ণ জমির পাকা বোরো ধান কাটাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে জানু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, পাঁচকাটা গ্রামের ধানু মিয়া ও ডা. আমির হোসেনের পরিবারের মধ্যে এক খণ্ড ফসলি জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে ধানু মিয়া তার লোকজন নিয়ে ওই জমির ধান কাটতে গেলে আমির হোসেনের লোকজন বাধা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক ধানু মিয়া গুরুতর আহত হন।

আহত ধানু মিয়াকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এ  ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হাসেম মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।