ফলোআপ:বরিশালে স্ত্রী নির্যাতনের ঘটনায় এসআই জেলহাজতে

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: স্ত্রী নির্যাতনের ঘটনায় বরিশাল নগরীর কাউনিয়া থানার বহুল আলোচিত এসআই ওয়ারেছকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে বাদী পক্ষের আইনজীবী উম্মে আসমা শেলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এসআই ওয়ারেছ গত ৬ এপ্রিল থেকে উচ্চ আদালতের নির্দেশে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার সকালে সে আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করেন। এ সময় বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোঃ আদিব আলী জামিনের আবেদন নামঞ্জুর করে এসআই ওয়ারেছকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এসআই ওয়ারেছের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি স্ত্রী হাবিবা আক্তারকে নগরীর কাউনিয়ার চৌধুরীপাড়ার রহিম মিয়ার আবাসিক ভবনের ভাড়াটিয়া বাসায় তিন মাস আটকে রেখে অমানুষিক নির্যাতন করেন।

তালাবদ্ধ ফ্লাটের বন্দিদশা থেকে গৃহবধূ হাবিবাকে চলতি বছরের ৫ মার্চ থানা পুলিশের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এ্যাডভোকেট মুনিরা বেগম উদ্ধার করেন। ওইদিনই এসআই ওয়ারেছকে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে নির্যাতনের ঘটনায় গত ১০ মার্চ এসআই ওয়ারেছকে অভিযুক্ত করে হাবিবার মা মাহমুদা বেগম বাদি হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন।