বরিশালে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে ডয়রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের দুই শিশু মারা গেছে। অসুস্থ অবস্থায় ওই পরিবারের আরো ৫ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২ টায় মারা যাওয়া দুই শিশুর নাম সোহাগী (১) ও সজল (১০)। এরা ওই ইউনিয়নের নলচর গ্রামের কাচাঁমাল ব্যাবসায়ী শাহিন জোমাদ্দারের সন্তান।

ইনিয়নের মেম্বর মো. জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ বোধ করেন। এ সময় হাসপাতালে আনার আগেই শিশু সোহাগী ও সজল মারা যায়। এরপর শাহিন জোমাদ্দার, তার স্ত্রী তাসলিমা, সন্তান জুয়েল (১৬), রাহাত (৮) ও পাভেলকে (৩) বরিশাল  শেবাচিম ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, শিশুদের বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মৃতদেহ সন্ধ্যা পর্যন্ত দাফন করা হয়নি।

এনিয়ে জেলা সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান সন্ধ্যা ৭ টায় জানান, তিনি বিষয়টি শুনেছেন। এলাকা দুর্গম হওয়াতে স্থানীয় স্বাস্থ্য কর্মীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। বিষয়টি ডায়েরিয়া না খাদ্যে বিষক্রিয়া তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।