মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের মুকসুদপুরে মঙ্গলবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের টেকেরহাট চরপ্রসন্নদী  পেট্রোল পাম্পের সামনে একটি পণ্যবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নসিমনকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন মারা যায়। আহত অপর তিনজনকে রাজৈর হাসপাতালে নেওয়া হয়। চাপা দেওয়ার পরে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

Gopalganj Tkekrhat RTA Pic 6 (5.5.2015)

এ ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখে। এক ঘন্টা পর পুলিশের চেষ্টায় ফের যান চলাচল শুরু হয়।।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  মঙ্গলবার সকালে সাত-আটজন দিনমজুর নিয়ে একটি ইঞ্জিনচালিত নসিমন পাশের রাগদি ইউনিয়নে যাচ্ছিল। ওই সময় মুরগির খাবার নিয়ে ফরিদপুর থেকে বরিশালগামী একটি ট্রাক (পিরোজপুর ট-১১-০০৮৪) নসিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দিনমজুর রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের ইমারতের ছেলে মিরাজুল (৩৫), ঘোসালকান্দির শশধর ওঝার ছেলে কানাই ওঝা (৩০), টুঠামান্দ্রা ভেন্নাবাড়ী গ্রামের সুধীর বিশ্বাসের স্ত্রী কামনা বিশ্বাস (২৫) এবং পথচারী চরপ্রসন্নদী গ্রামের রহম আলী খার ছেলে লোহা খা (৫৫) মারা যায়।

Gopalganj Tkekrhat RTA Pic 4  (5.5.2015)

আহত তিনজন সুখ বিশ্বাস (৩২) আর স্ত্রী বিথী বিশ্বাস (২৮) এবং কৃষ্ণ বিশ্বাসকে রাজৈর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির আইসি আবদুস সালাম।