রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামে জমি নিয়ে বিবদমান দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। দীর্ঘদিন থেকে তাদের মধ্যে জমি নিয়ে এ বিরোধ চলছে।
ওই গ্রামের বাবুরহাট এলাকার ছফি উল্যা বলেন, একই এলাকার মো. হানিফ ও তাদের লোকজন আমার সাত শতাংশ ভূমি জোরপূর্বক দখল করে নেয়। এ নিয়ে লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে মামলা চলমান থাকলেও লোকজন নিয়ে সেখানে তারা স্থাপনা নির্মাণ শুরু করেছে। এর প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর হানিফ ও তার ছেলে বাবুল হামলার চেষ্টা করে ।
অভিযোগের বিষয়ে মো. হানিফ ও তার ছেলে বাবুল বলেন, আমরা জমিটির ওয়ারিশ ও খরিদ সূত্রে মালিক। আমাদের নামে আরএস রেকর্ডও রয়েছে। ছফি উল্যা আমাদেরকে হয়রানি করছে। আমরা আমাদের বৈধ জমিতে ঘর নির্মাণ করছি।