শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে বোরো আবাদে পর্যায়ক্রমে ক্ষেত ভেজানো-শুকানো বা এডব্লিওডি প্রযুক্তি ব্যবহারের ওপর সোমবার এক শস্যকর্তন মাঠ দিবস হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইএফডিসির সহায়তার কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ প্রকল্প-আপি নকলা উপজেলার রুনীগাঁও গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করে। এডব্লিওডি একটি পানিসাশ্রয়ী সেচপদ্ধতি যাতে সেচের পানি অপচয় রোধ হয়।
মাঠ দিবসে স্থানীয় কৃষক আনিসুর রহমানের ইস্পাহানি হাইব্রীড জাতের আবাদ করা প্রদর্শনী প্লটের শস্য কর্তন করে দেখা যায়, এডব্লিওডি প্রযুক্তি ব্যবহার করে যেখানে একর প্রতি ফলন হয়েছে ৭০ মণ। সেখানে প্রচলিত পদ্ধতির সেচে ফলন মিলেছে ৫৮ থেকে ৬২ মণ ধান। তাছাড়া এতে ভূ-গর্ভস্থ পানির সাশ্রয়ের পাশাপাশি সেচ খরচও কম লেগেছে, ধানও বেশ পুষ্ট হয়েছে।
স্থানীয় সায়েদুল ইসলামের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ আঞ্চলিক পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ প্রধান অতিথি এবং আপি প্রকল্পের চিফ অব পার্টি ড. ইশরাত জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান মজিবর রহমান হীরার সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক ড. মো. আব্দুছ ছালাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের বিভাগীয় প্রধান ড. সাইদুর রহমান, আপি প্রকল্পের তত্বাবধায়ক সালেহ আহমদ, ফিল্ড মনিটরিং কর্মকর্তা আবুবকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
শস্যকর্তন মাঠ দিবসে এলাকার ৭০ জন কৃষক-কৃষানী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।