শেরপুর থেকে রেজাউল করিম: আগের চেয়ে এবার নাফকো ১০৮ ধানের সর্বোচ্চ ফলন হয়েছে। হাইব্রীড জাতের এ ধান চাষ করে একরে প্রায় ১শ থেকে ১শ ১০ মণ করে ধান পেয়েছেন কৃষকেরা। এবার নাফকো ১০৮ ধানের ব্যাপক ফলনে শেরপুরের শ্রীবরদী উপজেলার কৃষকদের মুখে হাসি ফুটেছে। সোমবার সেমকো কোম্পানির উদ্যোগে উপজেলার রহমতপুর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে কৃষকরা তুলে ধরেন তাদের ফলনের এ চিত্র।
কৃষক মজিবর রহমান, আশরাফুল, দুদু মিয়া, আজগর আলী, সোলায়মান ও শামছুল হকসহ অনেকে জানান, হাইব্রীড ধানের মধ্যে নাফকো ১০৮ ধান চাষ করে সবচেয়ে বেশি ফলন পেয়েছেন তারা। তাদের হিসাব মতে, প্রতি একরে ১শ হতে ১শ ১০ মণ পর্যন্ত ফলন হয়েছে।
এ অনুষ্ঠানে সেমকো কোম্পানির পরিবেশক রুকসানা এন্টার প্রাইজের মাজহারুল ইসলাম বলেন, এবার শ্রীবরদী উপজেলায় প্রায় ১৫শ কেজি নাফকো ১০৮ ধান বীজ বিক্রয় হয়েছে। এ বীজ দিয়ে প্রায় ৪শ একর জমিতে চাষ হয়েছে। এটা অন্যান্য হাইব্রীড জাতের ধানের চেয়ে উৎপাদন খরচ কম। ফলন বেশি। এমনকি ধানের ছড়া খুবই শক্ত। তাই সহজে ধান মাটিতে পড়েনা। অন্যান্য হাইব্রীডের তুলনায় এটা আরো আগেই কাটা যায়।
তিনি আরো বলেন, উপজেলার রহমতপুর, ভারেরা, জালকাটা, আটাকান্দাসহ কয়েকটি গ্রামেই এ ধানের চাষ হয়েছে। তাদের প্রত্যাশা আগামীতে এ ধানের চাষ আরো বাড়বে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা এফএম মোবারক আলী বলেন, শেরপুরে নাফকো ১০৮ জাতের ধানের খুব ভাল ফলন হয়েছে। কৃষকেরা আগে এ ধান নতুন হিসেবে চাষ করতে চায়নি। এবার বেশি ফলনে তাদের আগ্রহ বেড়েছে। এ সময় সেমকো কোম্পানির ময়মনসিংহের শেরপুর অঞ্চলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।