রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী থেকে মিটারগেজ রেলপথে সারাদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং রেলের যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে রাজশাহী রেলভবনে অবস্থান কর্মসূচি ও রেলপথ মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার সকালে পশ্চিমাঞ্চল রেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার খায়রুল আলমের মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে স্মালকলিপি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহ-সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক জামাত খান, ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি প্রমুখ।