ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া সড়কে পাওয়ার ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে মিন্টু (২২) নামের এক দিনমজুর মারা গেছে। মিন্টু মানিকনগর গ্রামের মুক্তার প্রামানিকের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, বিকেল ৫টার দিকে গোবড় সার দেওয়ার জন্য পাওয়ার ট্রলিতে করে দিনমজুর মিন্টু পেয়ারা বাগানে যাচ্ছিল। এ সময় মিন্টু ট্রলির হ্যান্ডেলে বাড়ি খেয়ে নিচে পড়ে যায় এবং পিছনের চাকায় মাথা পিষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।