দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৭ পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে পুলিশ নাশকতা মামলার পলাতক আসামি বিএনপি-জামায়াতের ৭ জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার ভোর থেকে পুলিশ দিনাজপুর জেলার ৫টি উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক ৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে জামায়াতের ৪ জন ও বিএনপির ৭ জন রয়েছেন। খানসামা উপজেলা থেকে জামায়াতের রাজ্জাক (৪০) ও হবিবর রহমান (৪৫), বীরগঞ্জ উপজেলায় জামায়াতের আব্দুল মান্নান (৪২) ও পার্বতীপুর উপজেলায় জামায়াতের বাবলু মিয়া (৩০) এবং বিএনপির ৩ জন হলেন বিরামপুর উপজেলার ইব্রাহিম আলী (৩০) ও আব্দুল মজিদ (৩৫) ও নবাবগঞ্জ উপজেলার জুলফিকার আলী (৩৮)।

আটক ৭ জনের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।