মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ীতে গাছে ঝুলন্ত অবস্থায় ওয়াসিম নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ধনবাড়ী কুইচামারা খালের পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় ভ্যান চালক ওয়াসিমুর রহমান (৩০) এর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ওয়াসিম ধনবাড়ী পৌরসভার চাতুটিয় গ্রামের জমশের আলীর ছেলে। জমশের আলী জানায়, প্রতিদিনের ন্যায় ছেলে ওয়াসিম ভ্যানরিক্সা নিয়ে সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। গতকাল সকালে কুইচামারা খালের পাশের একটি গাছে তার গায়ের শার্ট গলায় পেচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর ওেয়া হয়। এলাকাবাসীর ধারণা তাকে কে বা কারা হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে।
এ ব্যাপারে নিহতের বাবা জমশের আলী বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেছেন। মামলার তদন্তকারী অফিসার এস আই প্রদীপ কুমার জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে হত্যা না আত্মহত্যা।