মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে পল্লী বিদ্যুৎ অফিসে দালালি করার দায়ে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে (৫২) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মুক্তাদির আজিজ এ দণ্ডাদেশ প্রদান করেন।
দ-প্রাপ্ত গোলাম মোস্তফা গোপাপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বর্তমানে মধুপুর কলেজপাড়া গ্রামে তিনি বাস করেন। তাঁকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।