রংপুর থেকে জয়নাল আবেদীন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে উপ-মহাপরিচালক একেএম মিজানুর রহমান বলেছেন, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আনসার বাহিনী আজ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে । অনেক পোষাকের কলংক থাকলেও এই পোষাকে কোন কলংক নেই। আগামিতে এই বাহিনী দেশের প্রতিটি গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্ব পালন করবে।
তিনি মঙ্গলবার দুপুরে রংপুর টাউন হলে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাইল বিল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের পরিচালক দুলাল চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার জয়নূল আবেদীন, জেলা কমান্ডান্ট মাহবুবুর রহমানসহ বিভিন্ন উপজেলা থেকে আসা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ। পরে জেলায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৪৪জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাতে সেলাই মেশিন এবং বাইসাইকেল তুলে দেওয়া হয়।