কাউখালীতে কীটনাশক পানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

কাউখালী (পিরোজপুর ) থেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রী রিমা আক্তার (১৭) বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার সকালে সে ঘরে রক্ষিত কীটনাশক পান করে। মায়ের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন।

নিহত স্কুল ছাত্রী  রিমা উপজেলার সয়না রগুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের হারুণ অর রশীদ হাওলাদারের মেয়ে। সে কাউখালী এসবি সরকারী বালিকা বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রেমঘটিত বিষয় নিয়ে রিমাকে তার মা বকুনী দেয়। এতে সে ক্ষুব্ধ হয়ে ঘরে রক্ষিত কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের স্বজনরা তাকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফায়ার সার্ভিসের এম্বুলেন্সে করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মেয়েটির মৃত্যু ঘটে।