খুলনায় বস্তাবন্দি লাশ উদ্ধার

খুলনা থেকে সোহরাব হোসেন: খুলনায় বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর খালিশপুরের পোর্ট স্কুলের সামনের এক বাড়ি থেকে সানজিতা জামানের টিন শেড বাড়ির নতুন ভাড়াটিয়ার ঘর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়িতে ২ মে শামীম নামের এক ব্যক্তি ভাড়াটিয়া হিসেবে ওঠেন। তার সাথে থাকা এক নারীকে তিনি স্ত্রী এবং  গ্রামের বাড়ি পিরোজপুর বলে পরিচয় দেন। এর তিন দিন পর ৫ মে শামীম মালামালের নামে একটি বস্তা এনে ঘরে রাখেন। তার পর থেকেই তারা লাপাত্তা হয়।

এদিকে, তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় সন্দেহ হলে বাড়ি মালিকের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ বস্তাবন্দি লাশটি উদ্ধার করে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের চেহারা বিকৃত হয়ে পঁচন ধরেছে। চেনা যাচ্ছেনা। তবে এটি পুরুষের লাশ। ৪/৫ দিন আগে অন্য কোনও স্থানে হত্যা করে দুর্বৃত্তরা লাশটি রেখে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওসি জানান, তবে বাড়িওয়ালা ভাড়াটিয়ার কোনও পরিচয় দিতে পারেননি। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।