তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ঈশ্বরদীতে কম্পিউটার প্রশিক্ষণ

ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীর চারটি ইউনিয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা মিলনায়তনে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদপত্র, ভাতা প্রদান ও নতুন ব্যাচের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ইউএনও রফিকুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, পরিচালক মঈনুদ্দিন হোসাইন, মনিরুজ্জামান কুটি, শাকিল রায়হান, ছলিমপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ও লক্ষীকুন্ডার চেয়ারম্যান আনিসুর রহমান মোল্লা।

প্রকল্প সূত্রে জানা যায়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে এ বছর ৫৫ হাজার ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি ও আউট সোর্সিং এর জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে তিন হাজার টাকা ভাতা ও সনদপত্র দেওয়া হবে।