দিনাজপুরে সাংবাদিকদের মাঝে হেলথ কার্ড বিতরণ

দিনাজপুর থেকে রতন সিং: ঝুকিপূর্ণ পেশায় নিয়োজিত সাংবাদিকরা যাতে সহজে নিজে ও পরিবারের সদস্যদের দ্রুত স্বাস্থ্য সেবা পেতে পারে সে লক্ষ্যে সাংবাদিকদের মাঝে বিনামূল্যে হেলথ কার্ড বিতরণ করেছে মিলভিক নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান।

বুুধবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের অডিটরিয়ামে সাংবাদিকদের মাঝে হেলথ কার্ড বিতরণের মধ্য দিয়ে মিলভিক দিনাজপুরে যাত্রা শুরু করে। দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিলভিকের সহকারী দলনেতা পরিতোষ কুমার সরকার শিতল, আরএন ট্রেডার্সের সত্বাধিকারী বজলার রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। যে কোনও সময় এই পেশায় নিয়োজিতদের সমস্যায় পড়তে হয়। সেজন্য এই প্রতিষ্ঠান সাংবাদিকদের সহজ পদ্ধতিতে সুচিকিৎসা প্রদান করবে। হেলথ কার্ড গ্রহণকারী সাংবাদিকরা তাদের পরিবারের সদস্যদের জন্যও মোবাইলে ফ্রি চিকিৎসা সেবার পরামর্শ গ্রহণ করতে পারবে।

হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, মিলভিক বাংলাদেশের সর্বপ্রথম হেলথ কার্ড। এই কোম্পানী বাংলাদেশসহ পৃথিবীর ১৪টি দেশে গ্রাহক সেবা দিচ্ছে। এই কার্ডের মাধ্যমে যে কোনও সময় মোবাইলের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে এবং খুব সহজেই পরিবারের সকল সদস্যদের জন্য দেশের সকল বিশেষজ্ঞ চিকিৎসকের বিষয়ে তথ্য পাওয়া যাবে। হেলথ কার্ডগ্রহীতারা ফ্রি দুর্ঘটনাজনিত বীমার সুবিধার আওতায় আসবেন।