মধুপুরে জলবায়ু ব্যবস্থাপনায় অর্থায়ন নিয়ে টিআইবি’র ওরিয়েন্টেশন

মধুপুর (টাঙ্গাইল) আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের মধুপুরে জলবায়ু  ব্যবস্থাপনায় অর্থায়ন সংক্রান্ত দু’দিনের এক ওরিয়েন্টেশন বুধবার শেষ হয়েছে। টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর শাখা “বাংলাদেশ জলবায়ু  তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, অগ্রগতি ও চ্যালেঞ্জ” শীর্ষক ওই ওরিয়েন্টেশনের আয়োজন করে। সনাক,স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন), ইয়ুথ এনগেজমেন্ট সাপোর্টসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠন এতে অংশ নেয়।

DSC00815 copy

মঙ্গলবার সন্ধ্যায় মধুপুরের কাকরাইদ বিএডিসি প্রশিক্ষণ ইনস্টিটিউশন হল রুমে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মধুপুর সনাক সভাপতি ডা. মীর ফরহাদুল আলম মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর সনাক উপদেষ্টা সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. শামসুল হক, অধ্যক্ষ বজলুর রশীদ খান, সনাক সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন সেলিম, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সাইদুল ইসলাম, ইউজিন নকরেক, সাজেদা আজাদ, স্বজন সদস্য সুলেখা ¤্রং, আদিবাসী নেতা গৌরাঙ্গ বর্মণ প্রমুখ। দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশনে টিআইবি’র ক্লাইমেট ফিন্যান্স গভর্নেন্স প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মহুয়া রউফ বাংলাদেশে জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, অগ্রগতির বিভিন্ন দিক অংশগ্রহণকারিদের সামনে তুলে ধরেন।