রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে ফেন্সিডিলসহ এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগর গোয়েন্দা পুলিশের একটি দল বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে রেজাউল করিম নামের ওই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, সাংবাদিক পরিচয়ে রেজাউল দীর্ঘদিন ধরে ফেন্সিডিল কেনাবেচা করে আসছিল। গতকাল গোপনে খবর পেয়ে তাকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। রেজাউলের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়।