শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুরে বজ্রপাতে নিহত তিনজনের পরিবারের হাতে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন অর্থ সহায়তার ৩০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদসদের হাতে তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নিহতদের স্মরণে দোয়া করা হয়।
২ মে শনিবার শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়। নিহতরা হলো সদর উপজেলার নামাপাড়া গ্রামের বদি মিয়া, নালিতাবাড়ী উপজেলার গাগলাজানি গ্রামের মালেকা বেগম ও একই উপজেলার পশ্চিম সমশ্চুরা গ্রামের স্কুল ছাত্রী মরিয়ম খাতুন।