শেরপুর সরকারি কলেজে দু’দল ছাত্রের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ৩

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর সরকারি কলেজে বুধবার দুপুরে পূর্ব শত্রুতার জের দরে দু’দল ছাত্রের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত হয়। এদের মধ্যে দ্বাদশ শ্রেণির ছাত্র আবির হোসেন ও হৃদয় হোসেনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, শেরপর সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র আলমগীর হোসেন বুধবার দুপুর সোয়া একটার দিকে বর্ষ সমাপনী পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে যাওয়ার সময় বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণির  ছাত্র আবির হোসেন লাঠিসোঠাসহ ১৫/১৬ জন সঙ্গী নিয়ে আলমগীরের ওপর আক্রমণ করলে দু’দল ছাত্রের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে উভয়পক্ষ কলেজ ক্যাম্পাস ত্যাগ করে।

এসময় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় আবির হোসেন, হৃদয় হোসেন ও আলমগীর হোসেন আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে শহরের সজবরখিলা এলাকার লেবু মিয়ার ছেলে আবির হোসেনকে নিউমার্কেট কফি হাউজে কথা কাটাকাটির এক পর্যায়ে নবীনগর এলাকার আলমগীর এবং তার কয়েক বন্ধু মিলে মারপিট করে। এরই জের ধরে বুধবার কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, একাদশ শ্রেণির বর্ষ সমাপনী পরীক্ষা শেষ হবার পর কলেজ ক্যাম্পাসের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। কিছু বহিরাগত কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। তিনি জানান, কলেজের অভ্যন্তরীণ কোনো বিষয়ে এ ঘটনা ঘটেনি।