রংপুর থেকে জয়নাল আবেদীন: ছিটমহল হস্তান্তর সম্পর্কে ভারতের পার্লামেন্টে বিল পাসকে স্বাগত জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মোদী সকল সংশয় ও অবিশ্বাসের দেয়াল ভেঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহাসিক এক মাইল ফলক রচনা করলেন। এই স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় রংপুর-ঢাকা মহাসড়কের মেডিকেল মোড়ের ব্ল্যাক স্পট উন্নয়ন কাজের উদ্বোধন করে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি ৪ লেন বিশিষ্ট সড়ক নির্মাণ কাজ চলতি মে মাসের মধ্যে শেষ হচ্ছে। ১২৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত এ মহাসড়ক আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
বিএনপির সিটি করপোরেশন নির্বাচন মাঝ পথে বর্জনের ঘোষণার তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা নির্বাচন করার উদ্দেশ্য নিয়ে অংশ নেয়নি। তাহলে তারা এভাবে মাঝ পথে বর্জন করতোনা। তার পরেও তারা যে ভোট পেয়েছে শেষ পর্যন্ত থাকলে তারা ৩টির মধ্যে অন্তত একটি করপোরেশনে জয়ী হতে পারতো। তাদের লক্ষই ছিলো আন্দোলনের ইস্যু তৈরি করা ।
এর আগে তারা জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন ফেল করেছে এখন প্লাট ফরমে তাদের ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ, আওয়ামী লীগ আর জাপা নয়, এখানে সব দলের অংশ গ্রহণ থাকবে ।
এর আগে মন্ত্রী সেখানে এসে পৌঁছলে জেলা ও পুলিশ প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তাসহ দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। তিনি ফলক উন্মোচন করেন এবং মোনাজাত করেন। পরে গাড়িতে করে ৪ লেন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন।