হাকিম বাবুল, শেরপুর : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, আন্তর্জাতিক ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি ও উদ্বোধনী ব্যাটসম্যান লিটনকে শেরপুরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শহরের চাপাতলি এলাকায় নবপ্রতিষ্ঠিত রত্নগর্ভা গ্রামার স্কুল শুক্রবার এ সংবর্ধনার আয়োজন করে। এসময় জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা শেরপুর স্পোর্টস এ্যাকাডেমির ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে প্রীতি ম্যাচে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের পরিচালক রাষ্ট্রপতি তনয় রাসেল আহমেদ তুহিন। রত্নগর্ভা গ্রামার স্কুলের চেয়ারম্যান মেজর (অব:) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়াসহ অন্যরা। পরে স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।