এম. মিরাজ হোসাইন, বরিশাল: ‘আনন্দময় শৈশব চাই সুখী সুন্দর বাংলাদেশে’ স্লোগানের মধ্য দিয়ে বরিশাল খেলাঘরের জেলা সম্মেলন ও বিভাগীয় শিশু সমাবেশ শুরু হয়েছে। অশ্বিনী কুমার হল চত্বরে শুক্রবার বেলা ১১টায় দু দিনের সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম। সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে এতে সভাপতিত্ব করেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে সূচনা হওয়া সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। আর সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপিকা মাহফুজা খানম। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপিকা মাহফুজা খানম বলেন, নানা সমস্যার মধ্য দিয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই অনন্য সমাবেশ ভবিষ্যতের স্বপ্নের কথা মনে করিয়ে দিচ্ছে। শিশুদের এই উপস্থিতি বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কথাই বলছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক মো. শহীদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন সম্মেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব জগলুল হায়দার শাহিন। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও শনিবার অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। শনিবার সন্ধ্যায় নতুন কমিটি ঘোষণা করা হবে। অনুষ্ঠান পরিচালনা করেন খেলাঘর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী।