শেরপুর থেকে হাকিম বাবুল: ‘দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ’-এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে অগ্রণী ব্যাংক লিমিটেড-এর ৯২৪ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শ্রীবরদী উপজেলার পৌর শহরের মোল্লা র্মাকেটের দ্বিতীয় তলায় এ শাখাটির ফিতা কেটে উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক লি. এর পরিচালক এবিএম কামারুল ইসলাম। এ সময় অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী ছানাউল হক, শ্রীবরদী পৌরসভার মেয়র মো. আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ-আল-মামুন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম লিটন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংকের ময়মনসিংহ সার্কেল মহা-ব্যবস্থাপক (জিএম) মো. হরমুজ মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকরী মহা-ব্যবস্থাপক (এজিএম) ও শেরপুর জোনের প্রধান সুরঞ্জন কুমার রায়, প্রিন্সিপাল অফিসার জাকিউল ইসলাম, ব্যবস্থাপক ফারুক আহাম্মদ, নতুন শাখার ব্যবস্থাপক মো. আরিফুর রহমান, অফিসার (ক্যাশ) শারমীন বান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার ব্যবসায়ী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।