বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের কারাদণ্ডাদেশ স্থগিত করে তাকে জামিন দিয়েছেন মুম্বাইয়ের উচ্চ আদালত। বুধবার মুম্বাইয়ের একটি আদালত তাকে পাঁচ বছর জেলের সাজা ঘোষণার পর সালমান ওই দিনই হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান।
আজ শুক্রবার স্থায়ী জামিন আবেদনের শুনানি শেষে ৩০ হাজার রুপি মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। তবে আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।
জুন মাসে এ মামলার পরবর্তী শুনানির সময় নির্ধারণ করা হয়।
১৩ বছর আগে গাড়ি চাপা দিয়ে একজনকে হত্যা ও চারজনকে আহত করার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মুম্বাইয়ের একটি আদালত বুধবার তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
তবে সালমান এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না। কিন্তু আদালতে বিচারক বলেছেন সালমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। এছাড়া তার গাড়ি চালানোর লাইসেন্স ছিল না বলেও বিচারক জানান।
হাইকোর্টে শুনানির সময় সালমান উপস্থিত ছিলেন না। আদালতের রায়ের পর তিনি সেখানে গিয়ে দাপ্তরিক আনুষ্ঠানিকতা সারেন। এ সময় তার ভক্তরা তাকে এক নজর দেখার জন্য আদালতে ভীড় জমান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া