রতন সিং, দিনাজপুর: ঈদুল ফিতর ও ঈদুল আযহায় যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেলওয়েত বেশ ক’টি ইঞ্জিন ও ২৭০টি কোচ যুক্ত হচ্ছে। এছাড়া রেলওয়ের বন্ধ স্টেশনগুলো আবার চালু করা হবে। রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি আজ শনিবার দুপুরে দিনাজপুর পার্বতীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, সারা দেশে রেলওয়ের বন্ধ স্টেশনগুলো চালু করার জন্য রেলওয়ের পশ্চিমজোন ও পূর্বজোনে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়াও রেলওয়ের শিডিউল ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। যাত্রী সেবার মান বাড়াতেও ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, জনবল সংকট দূর করতে জনবল নিয়োগ ও সঠিক সময়ে ট্রেনের চলাচল নিশ্চিত করতে রেলওয়ের সংযোগ বাড়ানোসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজপথে যানবাহনের চাপ কমাতে রেলের সংখ্যা বাড়িয়ে জনগণের সেবামুখী রেলপথ তৈরির বাস্তব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই দেশের মানুষ রেলওয়ের মানসম্পন্ন সেবামূলক ব্যবস্থা দেখতে পাবে।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (আরএস) খলিলুর রহমান, রেলের পশ্চিমজোনের মহাব্যবস্থাপক খায়রুল আলম, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী মৃণাল কান্তি বণিক, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (পশ্চিমজোন) চিফ কমান্ড্যান্ট শাহ আলমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলমন্ত্রী সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় আসেন। মন্ত্রী মূল কারখানা ভবন ঘুরে দেখেন। এসময় মন্ত্রী কেলোকার স্ব-উদ্যোগে উদ্ভাবন করা দক্ষ ২৫ জন কর্মচারীকে পুরস্কৃত করেন। এরপর মন্ত্রী কেলোকার কনফারেন্স রুমে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। দুপুরে তিনি সৈয়দপুর রেল কারখানার উদ্দেশে যাত্রা করেন।