ড. ওয়াজেদ মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রংপুরে নানা আয়োজন

জয়নাল আবেদীন, রংপুর: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রখ্যাত পরমাণু বিঞ্জানী এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

পীরগঞ্জের ফতেপুরে ড. ওয়াজেদ মিয়ার জন্মস্থানে পারিবারিকভাবে মিলাদ মাহফিল, কোরআনখানি, দরিদ্র ভোজের আয়োজন করা হয়। সকালে ওয়াজেদ মিয়ার পারিবারিক কবরস্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি রংপুর নগরেও এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে।

Dr. Wazed Mia 6th Death Anniversary
বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ড. ওয়াজেদ মিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল থেকেই বিভিন্ন স্তরের মানুষ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড. ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ, রংপুর মেডিক্যাল কলেজ পরমাণু চিকিৎসা কেন্দ্র, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, মহিলা লীগ ,শাহ আব্দুর রউফ কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে শ্রদ্ধা জানানো হয় ।

বাদ জোহর রংপুর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পরমাণু চিকিৎসা কেন্দ্র মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। রাতে ড. ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদ রাজা রামমোহন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে ।