নিখোঁজের দু দিন পর ঈশ্বরদীতে সিএনজি চালকের লাশ উদ্ধার

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): নিখোঁজের দু দিন পর ঈশ্বরদীর আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের একটি ডোবায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক সিএনজি চালকের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া গেছে।

শফিকুল রাজশাহী জেলার দুর্গাপুর থানার মারিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। গ্যাস নেয়ার জন্য তিনি প্রতি রাতেই ঈশ্বরদীতে আসতেন বলে জানা গেছে। পুলিশের ধারণা, সিএনজিটি ছিনিয়ে নেয়ার জন্য তাকে খুন করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় শফিকুল তার বাড়ি হতে সিএনজি নিয়ে বের হন। এরপর তিনি রাজশাহীর বানেশ্বর থেকে নাটোরের লালপুর পর্যন্ত ভাড়ায় যাত্রী নিয়ে আসেন। কিন্তু রাত ন’টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওই রাতে তিনি আর বাড়ি ফিরেননি। পরিবারের উদ্বিগ্ন সদস্যরা  লালপুর, ঈশ্বরদীসহ আশপাশের কয়েক থানায় খোঁজ নেন।

শুক্রবার সন্ধ্যার দিকে একটি লাশ ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা ইন্সটিটিউটের একটি ডোবায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। এ সময় শফিকুলের গলায় গামছা প্যাঁচানো ছিল। খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় এসে লাশ শনাক্ত করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান কুমার দাশ জানান, লাশের সুরতহাল দেখে ধারণা করা হচ্ছে দুর্বত্তরা তাকে অপহরণের পর গলায় গামছা প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল আবু বকর (৩২) নামে এক ভটভটি চালকের ক্ষত-বিক্ষত লাশ নিখোঁজের দু দিন পর ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ওই এলাকা থেকে উদ্ধার করা হয়।