রতন সিং, দিনাজপুর: বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে একদল চোরাকারবারিকে ধাওয়া দিয়ে বিজিবি একটি অত্যাধুনিক পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে। এ নিয়ে বিরামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী জানান, শনিবার সকালে চার-পাঁচজন চোরাকারবারি ঘাসুড়িয়া সীমান্তে ঘুরাফেরা করার সময় বিজিবির টহলদল তাদের ধাওয়া করে। এ সময় একটি পোটলা ফেলে চোরাকারবারিরা ভারতের দিকে পালিয়ে যায়। পোটলায় থেকে আমেরিকায় তৈরি নাইন এমএম বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন পাওয়া যায়। বিকেলে বিজিবির সার্জেন্ট ফারুক আহমেদ বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।