কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম আকন (তালগাছ) ৪ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক আকন্দ পেয়েছেন ২ হাজার ৪১২ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী খলিলুর রহমান ১ হাজার ৮৯৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। দীর্ঘ ১২ বছর পর শনিবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সিদ্দিকুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও র্যাবের টিম ছাড়াও তিনটি ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করে। ইউনিয়নে মোট ভোটার ছিলো ১২ হাজার ৬৫২ জন।