কলাপাড়ার মহিপুরে সালাম আকন ইউপি চেয়ারম্যান নির্বাচিত

কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম আকন (তালগাছ) ৪ হাজার ৯৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক আকন্দ পেয়েছেন ২ হাজার ৪১২ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী খলিলুর রহমান ১ হাজার ৮৯৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। দীর্ঘ ১২ বছর পর শনিবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

KALAPARA PIC-01(10.5.15)SALAM AKON

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সিদ্দিকুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও র‌্যাবের টিম ছাড়াও তিনটি ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করে। ইউনিয়নে মোট ভোটার ছিলো ১২ হাজার ৬৫২ জন।