চারঘাটে বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর চারঘাট উপজেলায় বিপুল পরিমানে অপরিপক্ক আম বাজারজাত করার সময় জব্দ করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের পান্নাপাড়া অভিযান চালিয়ে আমগুলো জব্দ করা হয়।

http://www.dreamstime.com/royalty-free-stock-photos-mango-fresh-sell-supermarket-image36434728
ফাইল ছবি

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, গতকাল দুপুরে পুলিশ খবর পায় কিছু অসাধু ব্যক্তি উপজেলার পান্নপাড়া এলাকায় অপরিপক্ক আম বাজারজাত করার প্রক্রিয়া চালাচ্ছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে আম ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে সেখান থেকে ২০ ক্যারেট (প্লাস্টিকের ঝুঁড়ি) আম জব্দ করা হয়। অপরিপক্ক আম অসাধু ব্যবসায়ীরা কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করে, যা মানবদেহের জন্য ক্ষতিকর।