বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে দুই শিশু সন্তানকে হত্যা করে মা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চাইলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় এই ঘটনা ঘটে। নিহত দুই যমজ শিশু কন্যা মরিয়ম (৩) ও আয়েশা সিদ্দিকা (৩) ওই গ্রামের সেলিম খাঁনের কন্যা। তার স্ত্রী শারমিন বেগম (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বাবুগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি ) মো. শাহআলম জানান, সাড়ে এগারোটার দিকে শারমিন বেগম তার দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পিছনে বাগানে লুকিয়ে রাখে। এরপর তিনি সুগন্ধা নদীতে ঝাঁপ দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওসি আরো জানান, ঘটনাটি পারিবারিক কলহের জের ধরে না শারমিন বেগম মানসিক বিকারগ্রস্ত তা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে নিহত শিশু দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে। এরপর আইন অনুযায়ী ব্যাবস্থা নেবেন তার। এ জন্য শারমিনকে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রেখেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শুভঙ্কর বাড়ৈ জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। অপরদিকে অচেতন অবস্থায় শারমিন বেগমকে আনা হলে দু ঘন্টা পর তার জ্ঞান ফেরে। তবে শিশু দু’টির কীভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত প্রতিবেদনের আগে তিনি বলতে পারছেন না।