রাজশাহী থেকে কাজী শাহেদ: থাইল্যান্ডে মানবপাচার সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘বৃহত্তর কক্সবাজার অঞ্চলের মানব পাচারকারীদের ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। আমরা বেশকিছু জায়গায় অপরাধীদের ধরতে ও শনাক্ত করতেও সফল হয়েছি। সামনের দিনে আমরা থাইল্যান্ড সরকারের সঙ্গে যৌথভাবে মানব পাচার প্রতিরোধে কাজ করার প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করছি’। শনিবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) উদ্যোগে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঘটনার পর বাংলাদেশের রাষ্ট্রদূত থাইল্যান্ডের পুলিশ প্রধানের সঙ্গে কথা বলেছেন। আমরা প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বাংলাদেশীদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে খুব শিগগির আমরা একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসবো।’
শাহরিয়ার আলম বলেন, ‘পাচারকারীদের শনাক্ত করার প্রক্রিয়াটি চলমান। এটিকে আরও বেগবান করা হচ্ছে। আশা করছি, খুব শিগগির পাচারকারী চক্রটিকে নির্মূল করা সম্ভব হবে।’