ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহ পায়রা চত্বর থেকে ইজিবাইকে রবিবার বিকাল ৫টার দিকে বাসায় ফেরার পথে কেসি কলেজের কাছে ইজিবাইকের চাকায় গলার ওড়না জড়িয়ে মারা গেলেন অনার্স প্রথম বর্ষের ছাত্রী মুসলিমা খাতুন (১৯)।
সরেজমিনে গিয়ে জানা যায়, ঝিনাইদহ সদরের নাকোইল গ্রামের মশিউর রহমান এর মেয়ে মোছাঃ মুসলিমা খাতুন বান্ধবিদের সাথে পাগলা খানায় বাসা ভাড়া করে কেসি কলেজে লেখাপড়া করত। ঘটনার সময় মুসলিমা তার বান্ধবি মোছাঃ হামিদা খাতুনের সাথে দুলাভাইয়ের সাথে দেখা করতে যায়। কথা-বার্তা শেষে বাসার উদ্দেশ্যে ঝিনাইদহের পায়রা চত্বর থেকে ইজিবাইকে রওনা হয়ে কেসি কলেজের পাশে পৌঁছালে মুসলিমার গলার ওড়না ইজিবাইকের চাকায় জড়িয়ে গলা আটকিয়ে রাস্তার উপরে পড়ে যায়।
আহত অবস্থায় বান্ধবি ও স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।