গফরগাঁওয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৮

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের নিধিয়ার চর গ্রামে রবিবার সকালে পূর্ব শক্রতার জের ধরে করে বাড়ি-ঘরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় দলের কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। গুরুতর আহত নজরুল ইসলাম (৪০), নূরজাহান (৩৫), আনোয়ার (৩৪), ও স্বপনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং হবি মিয়া (৩২) ও আনোয়ারকে (৩১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকালে পূর্ব শক্রতার জের ধরে নিধিয়ার চর টানপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে দিপু মিয়া ধান কাটতে যাওয়ার পথে একই গ্রামের আক্কাস আলীর ছেলে মাজহারুল ইসলাম দলবল নিয়ে তাকে পিটিয়ে আহত করে। পরে দিপুর পক্ষের লোকজন আক্কাস আলীর বাড়িতে হামলা চালিয়ে দু’টি বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর চালায়। এ সময় উভয় পক্ষের সশ¯্র লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে দু’পক্ষের কমপক্ষে ১৮ জন আহত হয়। উল্লেখ্য নিধিয়ার চর গ্রামের জামাল-কামাল গ্রুপের সাথে আনোয়ার গ্রুপের সাম্প্রতিক সময়ে আরো ৪ বার সংঘর্ষের ঘটনা ঘটে ও অসংখ্য লোকজন আহত হয়।