চরআলগী বাঁধ নির্মাণের ফাইল গায়েব, ভাঙ্গন আতংকে মানুষ

গফরগাঁও (ময়মনসিংহ) থেকে আতাউর রহমান মিন্টু: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদ পরিবেষ্টিত চরআলগী ইউনিয়নের চারিদিকে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে প্রণীত এ প্রকল্পের (ডিপিপি) ফাইল পানি উন্নয়ন বোর্ড থেকে গায়েব হওয়াসহ সংশ্লিষ্টদের উদাসিনতা ও অবহেলার কারণে মেয়াদ শেষেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি। প্রতি বছরের মত আসন্ন বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙ্গন আতংকে রয়েছে চরআলগী ইউনিয়নবাসী।

gafargaon pic,1-11.05.2015
বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্রের ভাঙ্গন আতংকে চরআলগীবাসী- ফাইল ছবি

প্রতি বছর ব্রহ্মপুত্র নদের ভাঙনে ময়মনসিংহের গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়ন ও পৌরশহরের বিভিন্ন এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। গত কয়েক বছরের অব্যাহত ভাঙনে চরআলগী ইউনিয়নের সহস্রাধিক পরিবার তাদের সবকিছু হারিয়ে আজ আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে।

২০১১ সালের ৩১ মার্চ স্থানীয় সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙন প্রতিরোধে চরআলগী ইউনিয়নের চারিদেকে বেড়িবাঁধ এবং পৌরশহর রক্ষা বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে ২০১১ সালের নভেম্বর মাসে পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ অফিস ভাঙনরোধে চরআলগী ইউনিয়নের চারিদিকে ২৭ কিলোমিটার বেড়িবাঁধ, ৩ কিলোমিটার সিসি ব্লক, ৩টি স্লুইচ গেইট নির্মাণের ডিপিপি (ডেভেল্যাপমেন্ট প্রোগ্রাম প্রোফর্মা) পানি সম্পদ মšণনালয়ে জমা দেয়। ২০১৪ সালের জুন মাসে প্রকল্পটির সমাপ্তির সম্ভাব্য সময় দেওয়া হয়। প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৬০ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে অনুমোদনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় ‘চরআলগী ইউনিয়নের চারিদিকে বেড়িবাঁধ নির্মাণ’ প্রকল্পটি (ডিপিপি) পরিকল্পনা কমিশনে পাঠালে ২০১২ সালের ২৬ এপ্রিল পরিকল্পনা কমিশন প্রকল্পটি ফেরত দেয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে গত ২১ জুলাই পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের অগ্রগতি নিয়ে সভায় ‘চরআলগী ইউনিয়নের চারিদিকে বেড়িবাঁধ নির্মাণ’ প্রকল্পটি আবারো অনুমোদনের ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং পানি উন্নয়ন বোর্ডকে এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের ফাইল গায়েব হওয়ার বিষয়টি সামনে আসে। ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য গত ১৭ আগষ্ট নতুন ফাইল খোলে। তবে কীভাবে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত জনগুরুত্বপূর্ণ প্রকল্পের ফাইল অফিস থেকে উধাও হয়ে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ দিকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ৪ বছর পরও চরআলগী বেড়িবাঁধের কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে হতাশা।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মোঃ মুখলেছুর রহমান বলেন, ৮৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে ‘চরআলগী ইউনিয়নের চারিদিকে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে’র নতুন ডিপিপি তৈরি করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য ফাহ্মি গোলন্দাজ বাবেল বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি চরআলগীর বেড়িবাঁধ প্রকল্পটি বাস্তবায়নের জন্য পানিসম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়নের জন্য জরুরিভিত্তিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।